বন্ধ করুন

সমবায় সমিতির সহকারী নিবন্ধক – বীরভূম

এক নজরে সমবায় সমিতির গতিবিধি

১৯৫৪ সালে ভারতে সমবায় আন্দোলন সমবায় ঋণ সমিতি আইন পাসের মাধ্যমে শুরু হয়েছিল। জাতীয় পর্যায়ে গতি বজায় রেখে বীরভূম জেলায় আন্দোলনটিও ১৯৫৪ সালে সমবায় সমিতিগুলির সংগঠনের মাধ্যমে শুরু হয়েছিল। ১৯০৪ সালে সমবায় ঋণ সমিতির আইন পাস হবার আগে তৎকালীন বাংলায় কয়েকটি সমবায় সমিতি সংগঠিত হয়েছিল এবং বীরভূম এক্ষেত্রে পিছিয়ে ছিল না। ফতেপুর, মোল্লারপুরে একটি ক্রেডিট সোসাইটি (১৯০৩) এবং মুরারাই (১৯০২) কুসমোরের আরেকটি সংগঠিত এবং ব্যবসা শুরু করে। মোল্লারপুর ক্রেডিট সোসাইটি ২৫ জন লোকের কাছ থেকে সুদের ৪% হারে জমা করে ১০ জন কৃষকের কাছে ঋণ বাড়িয়ে ৯% করে আমেরিকান সুদে সন্তুষ্ট হয়ে এক আমেরিকানকে উক্ত সমাজে ৪৫০.০০ টাকা জমা রেখে সন্তুষ্ট হয়ে ব্যবসা শুরু করে।

বীরভূম জেলায় বর্তমানে বিভিন্ন ধরণের কার্যনির্বাহী সমবায় সমিতি রয়েছে এবং তারা কৃষকদের ঋণ সরবরাহ, সার, বীজ কীটনাশক, কৃষি সরঞ্জাম সরবরাহ, কিছু পরিমাণে সংরক্ষণের সুযোগ বাড়িয়ে এবং বিপণন করে কৃষকদের সহায়তা করছে। সুবিধাদি ইত্যাদি, গ্রামীণ অঞ্চলে ব্যাংকিংয়ের সুযোগ বাড়ানো, এসএইচজি উন্নীতকরণ, নগর অঞ্চলে গ্রাহক লোন, আবাসন লোন, গাড়ি লোন বাড়ানো, বেসরকারী ও সরকারী উভয় খাতের কর্মচারী, বিভিন্ন সরকারী কাজ গ্রহণ এবং এর মাধ্যমে শ্রমিক, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা ইত্যাদি করছে।

বিস্তারিত প্রতিবেদন : দেখুন(PDF 986KB)

 

যোগাযোগের ঠিকানা
সমবায় সমিতির সহকারী নিবন্ধক, বীরভূম
চতুর্থ তল, গোলমার্কেট বিল্ডিং, সিউড়ি, বীরভূম
টেলি: ০৩৪৬২-২৫৫২৫২
ই-মেইল: coopbirbhum1[at]gmail[dot]com